ফিরে এসো -আলী আকবর বাবুল‘এর কবিতা

0
232
আলী আকবর বাবুল

ফিরে এসো

আলী আকবর বাবুল

যে মানুষ ঘরে ছিল
সে এখন অনেকদূর
কখন যে গেল সীমানার বাহিরে চলে
চোখ- পাখি বুঝতেই পারিনি
ভুলে গেছে সব উৎসব
কত ছোটাছুটি, কতই না প্রেম ছিল
সব ফেলে দূরত্ব বদল করেছে!

মাঝে মাঝে দেখা হয়, কথাও হয় কিছু
মধ্যখানে সাঁকোর বেঁড়ী
কেবল ফাঁকির লুকোচুরি
অথচ পড়ে আছে মায়া, কদম ছায়া
ভয়ের একা নীড়ে ভেসে ওঠে তার নুপূর ধ্বনি
এই ছেলেখলা ভেতর
আর কত নিত্য করবে সেই বিজনপরাগে
বেলাবহে, চেনা গলায় চিৎকার করে বলতে ইচ্ছে করে।
ফিরে এসো মায়া ও আমার ঘর মনের গহীনে,
আগের সেই ঠিকানায়,
যেখানে রোজ ফোটে উঠতো তোমার গোলাপ জবা ফুল।

হে আমার ভালোবাসা, ফিরে এসো
মহালয়ে আমি বিছিয়ে দিবো-
আমার জীবনের সমস্ত সুখের পাপড়ি

Advertisement
উৎসআলী আকবর বাবুল
পূর্ববর্তী নিবন্ধনারী তুমি নও শুধু নারী -সুরজিত সরকার
পরবর্তী নিবন্ধনাটোরে ডিপিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে