ফুলের কন্যা -নাসিমা হক মুক্তা‘এর ছড়া

0
659
Nasima Akter Mukta Mukta

ছড়া : ফুলের কন্যা

ছড়াকার : নাসিমা হক মুক্তা

মন ভুলানো মধুর হাসি
দেখতে লাগে সুখ,
চোখ জুড়ানো সুখের আবেশ
মোনালিসার মুখ।

তার হাসিতে বৃষ্টি হাসে
রিনিকঝিনিক ছন্দে,
খুশির দোলায় নাচে বাতাস
হাজার ফুলের গন্ধে।

পূর্ণিমা চাঁদ জোছনা বিলায়
হাসে রাতের তারা,
কোমল হাসি আলো ফোঁটায়
বহে ঝর্ণাধারা।

রক্তরাঙা গোলাপ ঠোঁটে
ঝরে হাসির বন্যা,
কৃষ্ণচূড়ার ডালে ফোটে
নতুন ফুলের কন্যা।

Advertisement
উৎসNasima Akter Mukta Mukta
পূর্ববর্তী নিবন্ধবড়াইগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে গৃহবধু শ্লীলতাহানীর অভিযোগে মেডিকেল টেকনোলজিষ্ট গ্রেপ্তার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে