ফোন পেয়ে বাড়িতে খাবার পৌছে দিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান

0
932
Boraigram

এন ইসলাম, বড়াইগ্রাম, নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান ফোন পেয়ে দ্রুত এক বাড়িতে খাবার পৌছে দিয়েছেন। সোমবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার ০৪নং ওয়ার্ডের এক বাড়িতে এই খাবার পৌছে দেওয়া হয়।সে গত ২০ মার্চ ঢাকা থেকে বাড়ি এসেছেন। আসার পর ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন কিন্তু লকডাউনের কারণে বাহিরে বের হতে পারছেন না।সংসার চালাতে পড়ে গেছেন সংকটে।

এ কথা শুনে দ্রুত তার বাসায় খাবার নিয়ে হাজির হন উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তার হাতে চাল, ডালের একটি খাবারের প্যাকেট তুলে দেন।সেই সাথে বাজার করার জন্য বাড়তি কিছু টাকাও দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান বলেন, ওই মেয়েটি ঢাকাতে বসবাস করেন। সে আইনকে শ্রদ্ধা করে লকডাউন মেনে ঘর থেকে বের হয়নি। সে ফোন করাতে আমি নিজে এসে তার বাড়িতে খাবার পৌছে দিলাম। তিনি আরও বলেন, যারা এখনো অযথা বাহিরে আছেন আইনকে অমান্য করে লকডাউনে আড্ডা মারছেন। চায়ের দোকানে বসে আছেন। এখনো নিজেকে বাঁচাতে হলে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে চলে যান। নিজেকে সুস্থ্য রাখুন পরিবারকেও সুস্থ্য রাখার জন্য সরকারী আইন মেনে ঘরে থাকুন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে হতদরিদ্রদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন আহম্মদ আলী মোল্লা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় সরকারি খাল দখল করে চলছে পুকুর খনন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে