“বঙ্গবন্ধু শেখ মুজিব”- ফাহমিদা ইয়াসমিনের কবিতা

0
727
kobi

বঙ্গবন্ধু শেখ মুজিব
ফাহমিদা ইয়াসমিন

যখন চারদিক মিথ্যের ঘনঘটা
মানুষের অধিকার লুট করেছে মিথ্যে শাসক
তখনো কিছু সুবিধাবাদী চুপ করে চুষে বানরের স্তন।

এসব দেখে যিনি গর্জে ওঠে বিজলির গতিতে
রক্তে সঞ্জারিত করে মুক্তির দাপট
জাগরণের ধ্বনি তুলে একত্রিত করে ঘরমুখে বাঙালিকে
কালো ছোবল থেকে মুক্ত করে আকাশ বাতাস পানি
তৈরি করে একটি অসাম্প্রদায়িক ভূখন্ড
তিনি আর কেউ নন, বাঙালির জাতির জনক ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“মরীচিকা” শাপলা জাকিয়া‘এর ভৌতিক গল্প -পর্ব-০৫
পরবর্তী নিবন্ধসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, রাজশাহী অঞ্চলের টুঙ্গীপাড়ায় পুষ্পস্তবক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে