বড়াইগ্রামে অসহায় খ্রিস্টান পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কল্লোল ফাউন্ডেশনের

0
332
Kuhali

নাহিদুল ইসলামঃকরোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে সাময়িক কর্মহীন হয়ে অনেক পরিবার অসহায়ের মধ্যে পড়েছে। এই অবস্থায় সে সকল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা কল্লোল ফাউন্ডেশন। রবিবার সকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকার অসহায় খ্রিস্টান পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন কল্লোল ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি।

এমপি কন্যা ও ফাউন্ডেশনের সভাপতি মুক্তি বাড়ি বাড়ি গিয়ে কল্লোল ফাউন্ডেশনের উপহার হিসেবে পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি জানান, চলমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে স্বল্প আয়ের মানুষেরা। এসময় এসব অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া কল্লোল ফাউন্ডেশনের মূল্যবোধ নির্ভর মানবিক দায়িত্ব। আমাদের এই সহায়তা কার্যক্রম করোনা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত চলমান থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে বনিক সমিতি উদ্যোগে ৩শ ক্ষুত্র ব্যবসায়ীকে খাদ্য সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে কৃষককে মারপিট, পলাতক অপর দুই আসামী গ্রেফতার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে