বড়াইগ্রামে উপজেলা ক্ষেত-মজুর সমিতির গন অবস্থান

0
292

বড়াইগ্রামে উপজেলা ক্ষেত-মজুর সমিতির গন অবস্থান

নাটোর কণ্ঠ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ক্ষেতমজুর সমিতি করোনা কালীন সংকট নিরসনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গন অবস্থান কর্মসূচি পালন করেছে।

বুধবার(২২ জুলাই) বড়াইগ্রাম উপজেলা কমপ্লেক্স এর সামনে কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০’টা থেকে কয়েক ঘন্টা অবস্থান করে কেন্দ্রীয় ক্ষেত-মজুর সমিতির সদস্য নির্মল চৌধুরী,বড়াইগ্রাম উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মহাদেব মাহাতো, ছাত্র ইউনিয়ন নাটোর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত সহ উপজেলা ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ সহ অনান্যরা।

গন-অবস্থান থেকে করোনা কালীন সংকট নিরসনে বিভিন্ন দাবির মধ্যে থেকে বক্তারা, করোনা টেষ্ট নিয়ে দূর্নীতি কমাতে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে করোনা র্টেষ্ট ও নমুনা সংগ্রহ ও জেলায় জেলায় পিসিআর ল্যাব চালু করে করোনা টেষ্ট করা, করোনা আক্রান্ত রোগীর বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা,

সকল প্রকার কিস্তি আদায় করোনা কালীন সময় পর্যন্ত বন্ধ রাখা সহ গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ সহ লুটপাট এর সাথে জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান এবং গন-অবস্থান শেষে ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি পেশ করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে গোপালপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট অধিবেশন
পরবর্তী নিবন্ধনলডাঙ্গায় অচ্ছল মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী’র মাঝে বৃত্তি প্রদান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে