বড়াইগ্রামে ‘বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
265

নাটোর কণ্ঠ বড়াইগ্রাম  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে ‘বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-২ স্কোরের ব্যবধানে উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে জোয়াড়ি ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়।

এই টুর্নামেন্টে‌ মোট ১২ টি দল অংশ নেয়। গত ৩০ ডিসেম্বর তারিখে টুর্নামেন্টের উদ্বোধন করা হয় এবং প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ালিফায়ার রাউন্ড শেষে শীর্ষ দুই দলের মধ্যে চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।‌

ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহি অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে মেডেল ও পুরস্কার তুলে দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। চ্যাম্পিয়ন দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চান মোহাম্মদ। রানার্স-আপ দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কেএম জামিল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল গাজী।‌ পুরস্কার বিতরণী পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, এমপি আব্দুল কুদ্দুস তনয় আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও এর সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজ।‌

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে ড্রাগ অ্যাবিউজ ওরিয়েন্টেশন সভা 
পরবর্তী নিবন্ধঅবৈধভাবে চাল মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে