বন্ধু মানিক -কবি ভাস্কর বাগচী‘এর কবিতা

0
343
ভাস্কর বাগচী

বন্ধু মানিক

কবি ভাস্কর বাগচী

বন্ধু মানিক!
পঁয়তাল্লিশ বছরের জীবনে,
এতো-
অভিমান ছিল তোর পৃথিবীর প্রতি!
নিরুদ্দেশে থেকেই : হারিয়ে গেলি চিরতরে!
পাঠশালার সুর করে বলা –
অ, আ, ক, খ র কথা খুব মনে হচ্ছরে!
অ- তে আমরা তোর পাশে না আসলেও,
অজগর টা ঠিকই এসে!
তোকে মুক্তলোকে:
নিয়ে গেল!
আমরা আজ অজগরের চেয়েও বেশী হিংস্ররে!
তোর কোমল মন ! এটা জানতে চায়নি!
তাই তোকে এতো কষ্ট নিয়ে,
এ অবাক পৃথিবী ছাড়তে হলো!
ক্ষমা তোর কাছে চাইছি না!
ওটাও তো আমরা ভুলেছি!
পারলে তোর গুণেই ওটা
আমাদের দিস বন্ধু।

০৫/৪/২০২০ (নাটোর) ভাস্কর বাগচী

Advertisement
উৎসভাস্কর বাগচী
পূর্ববর্তী নিবন্ধ“করোনা সংক্রমণের ঝুঁকি ও প্রতিরোধে করণীয়” শীর্ষক প্যারাগ্রাফ লিখলেই মামলা থেকে মুক্তি
পরবর্তী নিবন্ধনাটোর বাগাতিপাড়ার দয়রামপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে