বর্তমান সরকারের লক্ষ্যই হলো দেশ জাতি ও জনগণের উন্নয়ন- এমপি বকুল

0
224
বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ  নাটোর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নাটোর-০১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন বর্তমান সরকার করোনা মাহামরী ও ঘুর্ণিঝড় অম্ফান মোকাবেলায় কৃষকদের জন্য ৪ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। যাতে কৃষকরা তাদের ক্ষতি কাটিয়ে উঠে ফসল উৎপাদন করতে পারে। বর্তমান সরকারের লক্ষ্যই হলো দেশ জাতি ও জনগণের উন্নয়ন করা।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত কৃষকদের মদ্যে সবজি বীজ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, বাগাতিপাড়া মডেল থানার ওসি নাজমুল হক প্রমুখ।
এসময় কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানন, বাগাতিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের ২৫০ জন কৃষকের মধ্যে ৪৮৫ গ্রাম করে বিভিন্ন ধরণের সবজি বীজ বিতরণ করা হয়।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে চুল কেটে মধ্যযুগীয় নির্যাতনের ১৮ দিন পার হলেও মামলা রেকর্ড হয়নি
পরবর্তী নিবন্ধশিক্ষক ভাতিজার নির্যাতিনে জীবন বাঁচাতে চাচা-চাচী পালিয়ে নাটোরে আশ্রয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে