বর্ষাসংগীত -কবি বেণুবর্ণা অধিকারী‘এর কবিতা

0
609
বেণুবর্ণা অধিকারী

বর্ষাসংগীত

কবি বেণুবর্ণা অধিকারী

কতটা পাগলামি করলে
ভেসে যেতে পারি
শালপাতার নৌকা করে বৃষ্টিমেদুর রমনায়
কেননা কোন না কোন ছুতোয়
তোর হাত ধরার এই পিপাসা
কখনই বৃথা যাক তা আমি চাইনি
ভেজা কাকের মত এক ঝটকায়
ঝেড়ে ফেলা যায়না বৃষ্টির জল
যেভাবে সম্পর্ক ছিন্ন করা যায়
পরিপাটি পোষাক ভিজে হয় জুবুথুবু
এরপর দীর্ঘ হন্টনে
সে কাপড় অনায়াসে শুকায় দেহেই
আমরা বিশুদ্ধ হই নব উদ্যোগে
দেখা আর জানার লোলুপতায়
ভুলে যাই পরবর্তীর পরিনাম
কি নাম দেবে এর?
এরপরেও বর্ষা আসে আর যায়
সেই সুরের ভাজে ভাজে
রচনা করি
একদিন আমরাও বৃষ্টি হবো

সততা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার

Advertisement
উৎসবেণুবর্ণা অধিকারী
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে সেবামূলক সংঘ “প্রয়াস” এর অফিস উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরে আজো ৩ জন করোনা আক্রান্ত, ভায়াবহ অবস্থার দিকে নাটোর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে