“বসন্ত পঞ্চমী”- লিপি চৌধুরী’র কবিতা

0
384
লিপি এনকে

বসন্ত পঞ্চমী- লিপি চৌধুরী

সেদিন ছিল পলাশের ভোর
নদী সরস্বতী।
বয়স ছিল কচি সবুজ
শিশির সিক্ত কুঁড়ি।
কাঁচা হলুদ পাঞ্জাবি
আর,তন্বী নবন শ্রেণী
শরীর মনের যুগলবন্দি
বসন্ত পঞ্চমী।
মাঠ পেরোনো কৃষ্ণচূড়া
মুরারির হাতছানি
চু-কিতকিত মেয়েবেলা
লাজুক রঙিন শাড়ি।
সেই সেদিনের প্রথম প্রেম
আমার মধুমাস,
মনের কোনে লাস্য আবেগ
ছুঁয়ে থাকে অমলতাস।
সূর্যাস্তের আলসেমিতে
জেগে থাকে গোধূলি
ভীতু ঠোঁট,বন্ধ জানু
দক্ষিণায় ভাষায় স্মৃতি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকংকন অনিন্দিতা সেন’র কাব্যগ্রন্থ “নির্ঘুম রাত্রিবাস” এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায়
পরবর্তী নিবন্ধ“স্বাধীনতার মানে”- ফিরোজা সামাদের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে