“বাক্সবন্দি” কবি নাসিমা হক মুক্তা‘র কবিতা

0
504
www.natorekantho.com

“বাক্সবন্দি”

কবি নাসিমা হক মুক্তা

বিলবোর্ড পেরিয়ে যেতে চাই
চালের কাঁকর গুনতে
আগন্তুক কোন সীমানায়
ডাগরডাগর আঁকি জুড়ে পশম বুনছে
আমি জানি না,
তুমি, তোমরা ও সাত তাল জলের কেউ জানে না!

চুলের ডগায় বর্ধিত সময়
হাঁটছে বৃক্ষের মধ্যরাতের মহত্ত্ব ভেদে
সে এক রহস্য, সে এক অজানা সম্ভার ;

কখনো ঢালু, কখনো চলমান
কখনো ঘর্মাক্ত দেহে
দশ আঙ্গুলে চোষে, দুচোখ ঘষে
একটি কপাল ও একটি মগজে
স্বপ্নচারী বেসে –
অস্হায়ী মশারির ফাঁকে
বিজন ঘুঘুর ডাকে – বাক্সবন্দি হবে
নতুন জীবনের অভিষেক!

ধীরে ধীরে ভুলে যাবে সব।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“উড়ে গেছে ভুলগুলো”- শাহীনা রঞ্জু’র কবিতা
পরবর্তী নিবন্ধহঠাৎ ভ্রমন কুয়াকাটায় -বেণুবর্ণা অধিকারী “পর্ব ০১”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে