বাগাতিপাড়ায় ঈদ আনন্দ শেষ না হতেই, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর

0
658
Snake

নাটোরকন্ঠ: বাগাতিপাড়ায় ঈদ আনন্দ শেষ না হতেই, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রীর। বৃষ্টি খাতুন নামে এক স্কুলছাত্রী রাজশাহী মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বৃষ্টি উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামের বাবু হোসেনের কন্যা।

স্থানীয়রা জানায়, ভেতরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বৃষ্টি খাতুন ঈদের আনন্দ শেষে বাবা মায়ের সাথে রাতে ঘুমিয়ে পড়ে। পরে রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় তাকে। এসময় যন্ত্রণায় চিৎকার করে উঠলো সবাই ছুটে আসে। প্রথমে তাকে পুঠিয়া হাসপাতালে, পরে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় বৃষ্টি খাতুন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদের পরে এমন একটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় ৫’শ বছরের ঐতিহ্যবাহী বাঘার ঈদমেলা হলোনা
পরবর্তী নিবন্ধপ্রয়োজনে জরুরী আইন জারি সহ কঠোর লকডাউনের দাবী- বিএনপি নেতা দুলুর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে