বাগাতিপাড়ায় অসুস্থ শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল

0
852
UNO-Bagatipara

নাটোরকন্ঠ: নাটোরে বাগাতিপাড়ায় অসুস্থ শ্রমিক হেলাল উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল। জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের অনুরোধে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল হেলাল উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নির্দেশনায় উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম হেলাল উদ্দিনকে ঔষধ কেনা বাবদ ৩ হাজার টাকা প্রদান করেন।

জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ও স্থানীয়রা জানায়, সম্প্রতি বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মাজপড়া গ্রামের হেলাল উদ্দিন (৪০) সিংড়ার খাজুরা এলাকায় ধান কাটতে যায়। সেখানে রাতে সঙ্গীদের মধ্যে রসিকতার এক পর্যায় ধাক্কা-ধাক্কি শুরু হয়। সেই মূহুর্তে হেলাল উদ্দিন মারাত্বক অসুস্থ হয়ে পড়ে। তাঁকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পেট অপারেশন করা হয়। তাঁর নাড়ি ছিঁড়ে যাবার পাশাপাশি অন্ডকোষের বিচি স্থানচ্যুত হয়েছিল বলেও জনায় চেয়ারম্যান।

উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পালের নির্দেশনায় পর্যায়ক্রমে হেলাল উদ্দিনের চিকিৎসায় প্রয়োজনীয় ঔষধের ব্যয় বহন করা হবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশহরে বৃষ্টি হয় – আমীন আল রশীদের কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় হাঁস ভর্তি ট্রাক উল্টে মরলো ৭’শ হাঁস,৩ লক্ষধিক টাকার ক্ষতি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে