বাগাতিপাড়ায় করোনায় মিডিয়া ব্যাক্তিত্বের পিতার মৃত্যু

0
222
বাগাতিপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম শতবর্ষী এক ব্যক্তির মৃত্যু
আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম শতবর্ষী মতিউর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় ঢাকা পিজি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শতবর্ষী মতিউর রহমান বাগাতিপাড়া উপজেলার কাঁকফো গ্রামের মৃত দরজ্জামানের ছেলে।
এবং  মিডিয়া ব্যক্তিত্ব (দিগন্ত টেলিভিশনের নিউজ প্রেজেন্টার) আব্দুর রউফের বাবা।
পরিবার সূত্রে জানা যায়, গত ১০/১২ দিন আগে জ্বর, সর্দি-কাশি নিয়ে শতবর্ষী মতিউর রহমান বাগাতিপাড়া থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসার জন্য যান।  সেখানে নমুনা দেয়ার পর তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে শতবর্ষী মতিউর রহমানের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুজ্জামান শতর্বষী বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঢাকা পিজি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছেন। যেহেতু ওই ব্যাক্তির মৃত্যু সকাল ৯টায় হয়েছে তাই তার থেকে করোনা ভাইরাস অন্যের শরীরে যাওয়ার সম্ভাবনা নেই। তবু্ও মৃতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পূর্ণ করতে বলা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে মতিউর রহমানের নিজ গ্রামে তার দাফন সম্পূর্ণ হয়েছে।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বাঘের মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরে বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে