বাগাতিপাড়ায় গোয়ালঘরে অগ্নিকান্ড গরু বাঁচাতে ঝলসে গেল মালিক

0
217
fire-

 বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি নাটোরের বাগাতিপাড়ায় গোয়াল ঘরে মশা তাড়ানোর আগুনে পুড়ে গেছে কৃষকের ঘর। গরু বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গুরুত্ব আহত হয়েছেন গরুর মালিক কৃষক আঃ মালেক (৫৫)। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ঠেঙ্গামারা মন্ডল পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আহত আঃ মালেক ওই গ্রামের মৃত হাফিজ প্রামানিকের ছেলে।

আহতের স্বজনরা জানান, বুধবার দিবাগত রাতে মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে কয়েল জ্বালানো ছিল। ভোর রাতের দিকে ওই আগুন থেকে সূত্রপাত হয়ে গোয়াল ঘরে আগুন লাগে। জেগে ওঠে আগুনে পুড়ে যেতে দেখে গরু ও ছাগল বাঁচাতে আগুনের ভেতরে ঝাঁপিয়ে মালিক আঃ মালেক। একটি গরু ও একটি ছাগল উদ্ধার করেন কিন্তু অপর একটি ছাগল পুড়ে মারা যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আগুনে ঝলসে গিয়ে আঃ মালেক গুরুত্বর আহত হন। পরে স্বজনরা তাকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ জানান, আঃ মালেকের হাত এবং পিঠের দিকে পুড়ে গেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনা ৫৬২ নমুনা পেন্ডিং, টানা ২ দিন পরীক্ষা না হওয়ায় শঙ্কা বাড়ছে অধিক সংক্রমণের
পরবর্তী নিবন্ধলারপুরে গৃহবধূ স্মতিকে ঘুমের ঔষধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে