বাগাতিপাড়ায় শপিংমলে মানুষের ভিড় “সিপিসি”কে সাথে নিয়ে বন্ধ করলেন পুলিশ

0
465
Akram

 সেলিম রেজা, বাগাতিপাড়া, নাটোর প্রতিনিধিঃ লকডাউন উপেক্ষা করে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন বাজার ও শপিংমল গুলোতে জনসমাগম বাড়ায় ” সিপিসি”কে সাথে নিয়ে সপিংমল এবং বস্ত্র বিতানগুলো বন্ধ করে দেয় থানা পুলিশ। “সিপিসি” সদস্য স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান বলেন, বাগাতিপাড়ায় প্রথম দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে কজ করে যাচ্ছে বাগাতিপাড়া করোনা প্রতিরোধ কমিটি “সিপিসি”। এসময় কর্মরত থানার এস আই আকরাম হোসেন বলেন, এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী ওসি স্যারের অনুমতিক্রমে করোনা গ্রাস থেকে নিরাপদে রাখতে উপজেলার বিভিন্ন শপিংমল ও বস্ত্র বিতান গুলো বন্ধ করেছি। এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ এর ভয়াল থাবা থেকে এই উপজেলাও রেহাই পেলোনা তাই সবাইকে বুঝিয়ে ঘরে ফেরাতে কাজ করছে এই মডেল থানা পুলিশ। এবং তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিংড়ায় ১৫শ শ্রমিক পরিবারকে ঈদের সামগ্রী বিতরন করলেন পৌর মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে