বাবা তুমি নেই আমার পাশে -কবি মাহমুদা শিরীন‘এর কবিতা

0
314
Mahmuda Shirin

বাবা তুমি নেই আমার পাশে

কবি মাহমুদা শিরীন

আজ ভেজা দুই নয়নে
জল পড়ছে গড়িয়ে
বাবা তুমি নেই আমার পাশে
চলে গেছো না ফেরার দেশে।
কতবার ডেকেছো তুমি
আয় আমার কাছে
কবিতা লেখার নিয়মটা
দেখিয়ে দেই তোরে।
আমার রোমান্টিক কবিতা নিয়ে
আসিনি তোমার কাছে
লজ্জায় মুখ নিয়েছি লুকিয়ে
আজ তোমাকে খুঁজে চলেছি
একটিবার দেখিয়ে দাও আমাকে
আমি পারছি না যে লিখতে কোনো কবিতা।
আজ বইমেলায় আমার
উপন্যাস প্রকাশিত হল
সবাই দেখছে হাতে নিয়ে
কিনে নিচ্ছে একটি করে
বাবা তুমি নেই আর এই জগতে।
আমার চেয়ে খুশি তুমি হতে বেশি
সকল কবি-সাহিত্যিককে
দিতে বই আমার
যেমনি করে দিয়েছিলে
আমার লেখা বইটি প্রথমবার।
কবিতার আসর জমতো আমাদের বাড়িতে
বারবার তুমি ডাকতে আমাকে
পরিচয় করিয়ে দেই কবিদের সাথে
বারবার ডাকার পরও
আসতাম না তোমার কাছে
সালাম দিয়ে চলে যেতাম দূরে।
মনে মনে রাগ করতাম
কবিরা কেন করছে এখনো বকবক
সারাক্ষণ করতাম ছটফট
কখন যাবে কবিরা জোরে শুনবো
আমার সেই প্রিয় গানটা
আজ বাবা বলে চিৎকার করে কাঁদি
পাই না তোমার দেখা
একটিবার তুমি এসো বাবা
দেখে যাও আমার লেখা।
আর কখনো এমন ভুল হবে না
শিখিয়ে দিয়ে যাও লেখার নিয়মটা
যেন কেউ ভুল ধরতে না পারে
আমার লেখাটা । ——–

Advertisement
উৎসMahmuda Shirin
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ’করোনা প্রতিরোধ পক্ষ’
পরবর্তী নিবন্ধআজ রবিবার নাটোর জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৩ জন, জেলায় মোট ১৪৮

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে