“বিকার নেই”- শাহিনা খাতুনের কবিতা

0
431
Shaheena-Ronju

বিকার নেই/ শাহিনা খাতুন

আজ আমি শুভ্র বসনা হয়ে আছি
যদি তুমি মৃত মনে করে
সওয়াল জওয়াবের জন্য
ফেরেস্তা পাঠিয়ে দাও
আর যদি সে আমায় প্রশ্ন করে
তোমার প্রভু কে?
আমি নির্ধিদ্বায় তোমাকে দেখিয়ে দেব
আমি বলবো এ আড়াল মানিনা
তাই আগেই মরে গেছি
আমার গায়ে হাত দিয়ে দেখ
পায়ে দলিত করে দেখ
দেখবে কোন বিকার নেই।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“বর্ণপরিচয়”- সমরজিৎ সিংহ’র কবিতা
পরবর্তী নিবন্ধসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, জয়পুরহাট-এর জেলা ও ইউনিট কমিটি গঠন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে