‘বিষাদ’ – সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এর কবিতা

0
163

‘বিষাদ’
সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

না, মনে পড়ে নি!
স্মৃতি যত গভীর হয়
তার অনুভূতি অন্তর্মুখে যায়
লহমায়

মুছে যায় যৌবনের
শরীরভরা রক্তক্ষত
বিস্ময়!

তুমিও কি ভুলে গেলে
সন্ততিদের, ঈশ্বর!

এক গ্রহভরা
যন্ত্রণার ভার
কত আর!
কেন?

পিত্রুতর্পণ শেষে জন্ম থেকে
জন্মান্তর
যত মৃত্যু, তত জন্ম
তাও তুমি জানো!

জেনে

আগ্রাসী অন্তের জন্য রেখে যাও
সন্তান সন্ততিদের
সব জেনে, পিতা!

কৃষ্ণতিল, কুশ, সপিন্ডকরণ
আয়োজন কিছু নেই
শুধু আকিঞ্চন আছে
সময় ফুরিয়ে আসে
স্মৃতি রিক্ত হয়ে পড়ে

দূরে, বহুদূরে
মণিকর্ণিকার ঘাটে
ধু ধু জ্বলে
অনন্তের সর্বগ্রাসী
চিতা!

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

সতেরো সেপ্টেম্বর // কুড়ি সাল // মধ্যরাত
©️ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
©️ Supriyo Bandyopadhyay

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় নারিকেল গাছ উঠে বিদ্যুৎ পৃষ্ঠে ডাব ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে ইসলামী ব্যাংক কর্মকর্তা স্বামীর নির্যাতনের বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে