বুড়ো মেরে খুনের দাবি -কবি অসিত কর্মকার‘এর কবিতা

0
220
Asit Karmakar

বুড়ো মেরে খুনের দাবি

কবি অসিত কর্মকার

সেই কবে দিয়েছিলো
হাতে লেখা ক’খানা কাগজের পাতা,আবার
ভালোবেসে খুব করে বলেছিলো
ছেপে দিও মাহাবুব।
এরপর কেটে গেছে আধযুগ
বেমালুম ভুলেগেছে গোবেচারা ছাপানোর কথা
কিন্তু ভুলেনি বাবলাদা আজও
সেই কাগজের কথা!
ইদানিং রাস্তায় দেখা হলে
ঘাড়ে চেপে বসে তার আর চিৎকার করে বলে
আমার ঐ হাতে লেখা পাণ্ডু্লিপি
এখনই ফেরৎ দে মাহাবুব!
ভাগ্যিস ছিলো রাখা আলমারিতে
তবেই তো হাঁফ ছেড়ে বাঁচে গোবেচারা,
নচেৎ?

৩০-১০-২০২০ ইং

Advertisement
উৎসAsit Karmakar
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বাউল কার্তিক উদাস‘এর জন্মদিন পালিত
পরবর্তী নিবন্ধনাটোরে নিজ হাত কেটে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে অপরকে ফাঁসানোর চেষ্টা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে