“বৃদ্ধ” কবি সুপ্তি জামান’এর কবিতা

0
500
natorekantho

“বৃদ্ধ”

কবি সুপ্তি জামান

স্মৃতির ওমে সমর্পন করে সত্ত্বা
চোখ বুজে জীবন পোহাচ্ছে বৃদ্ধ।
হারানোর বেদনা গাঙচিল হয়ে উড়ে গেছে বহুদূর
এখন কেবলই জীবন আঁকড়ে থাকা
বেঁচে থাকাই সব
অন্ধকারে হারিয়ে যেতে ভয়
জীর্ণ শীর্ণ দুটি হাত বাড়িয়ে দিয়েছে বৃদ্ধ।
শিশুর মতো আঁকড়ে ধরতে চায় মায়ের কোল
আর কোন দাবী নেই
মান অভিমান নেই
ভবিষ্যতের স্বপ্ন নেই
অবকাশ যাপনের ভাবনা নেই
বড় হবার আকাঙ্খা নেই
জীবন সায়াহ্নে এসে
একটাই স্বপ্ন আঁকড়ে ধরেছে তাকে
বেঁচে থাকার কি গভীর বাসনা
কোটরে আটকে পড়া দুটি চোখে
এই পৃথিবীর পথে ঘাটে ঘুরে বেড়াবার শক্তি নেই
এক কোণে একটু বেঁচে থাকার জন্য
দুহাত বাড়িয়ে দিয়েছে বৃদ্ধ
শীর্ণ হাত দুটি ধরা থাক সবল দুটি হাতে।
দিন শেষে একটাই উপলব্ধী
জীবন এক আনন্দধাম
দীর্ঘ জীবন যাপন করলে জীবনের জন্য মায়া বাড়ে।
দীর্ঘ জীবন যাপন করে বৃদ্ধ জেনেছে
জীবন এক মধুময় বয়ে যাওয়া নদী।
অতীতের কাছে পড়ে আছে তার সোনালী দিন
স্মৃতির ওমে জীবন খুঁজে ফেরে বৃদ্ধ

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“পথখানি পড়ে থাকে” কবি শাহিনা রঞ্জুর কবিতা
পরবর্তী নিবন্ধ“কৈবর্তের ছাওয়াল” কবি এম আসলাম লিটন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে