বোধের সাতকাহন -কবি আলেয়া আরমিন আলো‘এর কবিতা

0
172
Aleya Armin Alow

বোধের সাতকাহন

কবি আলেয়া আরমিন আলো

সত্য যখন মিথ্যার চাকচিক্য মুখ লুকিয়ে কাঁদে
শঠতার কাছে বারবারই হেরে যায় সততা!
নীরব অবজ্ঞায় যখন নিষ্ঠার অবমূল্যায়ন হয়
স্বার্থপরতায় বন্ধুজনের পক্ষপাত দুষ্টতায়
বন্ধুত্বের করিডোরে নিঃশব্দ মাথাচাড়ায় লাফিয়ে ওঠে
সুচালো কাঁটাতারের অদৃশ্য প্রাচীর ,
মিত্রের বিশ্বাসী চোখে স্পষ্ট গোচর হয় অনাস্থা—
না, ক্ষোভ কিংবা মনকষ্টে নয়,
যাপিত সময়ের বোধের দীক্ষায় তীব্র অভিমানেই
তখন খুব আড়াল হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে শামুকের মতো শক্ত খোলসে গুটিয়ে যেতে।
আহত মনের অব্যক্ত অনুভূতিগুলো সব বাক্সবন্দি করে
গাঢ় নৈঃশব্দের মাঝে নিশ্চুপ ডুবে যেতে ইচ্ছে করে।
কারণ, আমি খুব করেই জানি—
সত্য কিংবা সততার প্রমান দিতে চিৎকার করতে হয় না,
মিথ্যাকে সত্যিতে রূপান্তরে মিথ্যাবাদীরাই কেবল
অহেতুক কলরবে মাতে।

২৮-৭-২০২১

Advertisement
উৎসAleya Armin Alow
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ধারালো অস্ত্রসহ ৪ ডাকাত আটক
পরবর্তী নিবন্ধছদ্মবেশে জীবন জীবীকা -কবি আনিছুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে