বড়গাছায় দুই বসতঘর আগুনে পুড়ে ছাই

0
454
Fier

নাটোরবন্ঠ:

নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ রোববার  বিকালে তেবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এর সাভু ও আসাদুলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকালে বাড়ির সাভুর ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের বাড়ির ঘরগুলোতে ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা ছোট বাচ্ছাকে দ্রুত বের করে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধচলন নাটুয়া’র যাত্রা উৎসবের দ্বিতীয় রাতে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধবদলে যাওয়া চলনবিলের সিংড়া

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে