বড়াইগ্রামের ২টি হাট বন্ধ করে দিলো পুলিশ

0
639

বড়াইগ্রামের ২টি হাট বন্ধ করে দিলো পুলিশ।

নাহিদুল ইসলামঃকরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকলেও সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নাটোরের বড়াইগ্রামে বিভিন্নস্থানে বসতো সাপ্তাহিক হাট। হাটে শত শত লোকের সমাগমও হতো।
আজ (২১ এপ্রিল) ভোর থেকে জনসমাগম এড়াতে বড়াইগ্রাম থানা পুলিশ শুরু করে অ্যাকশন, বন্ধ হয়ে যায় ২টি হাট।
সকাল থেকে উপজেলার বনপাড়া ও জোনাইল বাজারে পুলিশকে এমন কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার এই দুটি বাজারে জমজমাট হাট বসে থাকে।
সরেজমিনে দেখা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা অকারণেই হাটে আসতে চেয়েছিলো, তাদের বিরুদ্ধে শুরু হয় পুলিশের অ্যাকশন।
এসব মানুষের কাউকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে, আবার কাউকে শাসিয়ে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। জনসমাগম এড়াতে বন্ধ করে দেওয়া হয় হাট।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ। বিষয়টি সম্পর্কে মাইকিং করে উপজেলার সর্বত্র জানিয়ে দেয়া হয়েছে। তারপরও আইন লঙ্ঘন করে উপজেলার বনপাড়া ও জোনাইলে বসতে চেয়েছিল। পরবর্তীতে হাট দুটি বন্ধ করে দেয়া হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় জামনগর কালিকাপুর দক্ষিণ পাড়া মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরের গুরুদাসপুরে সামর্থের সবটুকুই দরিদ্রদের দিলেন সবজি বিক্রেতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে