বড়াইগ্রামে গ্রামপুলিশ নিয়োগে অনিয়ম হয়নি, দাবি চেয়ারম্যানের

0
231

বড়াইগ্রামে গ্রাম-পুলিশ নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি ভীত্তিহীন-আঃসালাম।

বড়াইগ্রাম নাটোর কণ্ঠ; নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়নে গ্রাম পুলিশ নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। মোট তিনটি পদের বিপরীতে একই গ্রাম থেকে তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে বলে বিভিন্ন পত্র- পত্রিকায় সংবাদ প্রচার হয়। অনৈতিক সুবিধার বিনিময়ে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ থাকলেও সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যান আঃ সালাম।

এ ব্যাপারে গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, নিয়ম মেনেই এসব নিয়োগ দেয়া হয়েছে । এক্ষেত্রে অনৈতিক সুবিধা নেয়ার কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং ইউপি পরিষদের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তির কপি উন্মুক্তভাবে দেওয়া হয়। সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৯টি ওয়ার্ডের মধ্যে ৩ টি ওয়ার্ড থেকে ৬ জনের আবেদন পত্র জমা হয় এবং একজনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার কারণে তাকে যাচাই বাছাই এ বাদ দেওয়া হয়। বাকি ৫ জনের মধ্যে যাচাই-বাছাই করে তৎকালীন উপজেলা নির্বাহি অফিসার আনোয়ার পারভেজকে সভাপতি করে নিয়োগবোর্ড গঠন করে তিনজনকে নীতিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় মাদকসহ দুই জন আটক
পরবর্তী নিবন্ধনাটোর চিনিকলে চাষীদের পাওনা ও কর্মচারীদের বেতন সহ বিভিন্ন দাবিতে মিল গেটে অবস্থান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে