বড়াইগ্রামে নাটোর- পাবনা মহাসড়কে পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন

0
670
POLICE

এন.ইসলাম, বড়াইগ্রাম, নাটোরকন্ঠ:

অবৈধভাবে নাটোর জেলায় প্রবেশ রোধে বড়াইগ্রামের পাবনা-নাটোর মহাসড়কের রাজাপুর বাজার এলাকায় সার্চলাইটসহ পুলিশের ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। আজ রবিবার দুপুরে এই ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, নাটোর জেলাকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরলসভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নাটোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় অনাকাঙ্খিত লোকজনের যাতায়াত বন্ধের জন্য আমাদের এই প্রয়াস। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই ওয়াচ টাওয়ার কাজ করবে। এর মাধ্যমে নাটোরের বাইরে থেকে আসা সকল যানবাহনে যাত্রী বহন নিয়ন্ত্রন সম্ভব হবে।

এছাড়াও অতিসত্ত্বর নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া সীমানায় ও নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সীমানায় পৃথক পৃথক সার্চলাইটসহ পুলিশের ওয়াচ টাওয়ার বসানো হবে বলেও জানান তিনি ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম,গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সহ আরো অনেকে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ৬০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ দিলেন এমপি শিমুল
পরবর্তী নিবন্ধমকবুল,ম্যাকবেথ ও দশ টাকার ছোটো রিচার্জ -অমিতকুমার বিশ্বাস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে