বড়াইগ্রামে প্রাণ কোম্পানীর নকল বিস্কুট তৈরীর কারখানা, জরিমানা

0
365

বড়াইগ্রামে প্রাণ কোম্পানীর নকল বিস্কুট তৈরীর অভিযোগে জরিমানা
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় প্রাণ কোম্পানীর নকল বিস্কুট তৈরী ও বাজারজাত করার অভিযোগে আল জাহরা ফুড প্রোডাক্টের স্বত্ত্বাধিকারী সিদ্দিকুর রহমান কন্ট্রাক্টরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযুক্ত সিদ্দিকুর রহমান বনপাড়া মহল্লার মৃত রাজেন খানের ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বনপাড়ার আল জাহরা ফুড প্রোডাক্ট কারখানায় কিছুদিন যাবৎ নকল বিস্কুট তৈরী করে প্রাণ কোম্পানীর ফুড ফান বিস্কুটের হুবহু মোড়ক ব্যবহার করে ফুড ফ্যান নামে বাজারজাত করা হচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে বুধবার ইউএনও জাহাঙ্গীর আলম সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ক্রেতাদের প্রতারিত করার অভিযোগে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় পল্লীশ্রীর পরিছন্নতা অভিযান -২০২০ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআবারও আন্দোলনে নামতে যাচ্ছে কালেক্টরেট সহকারি কর্মচারীরা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে