বড়াইগ্রামে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

0
277

বড়াইগ্রামে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে উপজেলা ও বনপাড়া পৌর আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে বনপাড়া বাইপাস চত্বরে বঙ্গবন্ধু’র ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সহ নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তা পৌর চত্বরে এসে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও এর সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, পৌর কাউন্সিলর মোহিত কুমার সরকার ও শরিফুন্নেছা শিরিন, ছাত্রলীগের সাবেক সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।‌

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অবস্থান
পরবর্তী নিবন্ধনাটোর ইউনাইটেড প্রেসক্লাব সভাপতিকে জন্মদিনের শুভেচ্ছা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে