ভারী বসন -কবি অনামিকা দত্ত‘এর কবিতা

0
168
Anamika Dutta

ভারী বসন

কবি অনামিকা দত্ত

ভারী বসনে যায় না কেনা
ভূষণের মূল্যমান,
ভূষিত হওয়ার পিছে থাকে
সৎ কর্মের অবদান।
লোক দেখানো কর্মতৎপরতা
আর গতিহীন কর্মযোগ,
দুই এর সংমিশ্রণে মিশে থাকে
মৌলিকত্ব হীনতাবোধ।
কিছু জ্ঞান সৃষ্টির মানসে
কিছু জ্ঞান আত্মপ্রকাশে,
কিছু জ্ঞানের বিস্তারণ ঘটে
বিশেষিত কর্মের বহি:প্রকাশে।
প্রকৃত জ্ঞানের আলোকে হোক
সারা পৃথিবী উদ্বেলিত,
মানুষ ও মনুষ্যত্ব একই অবিচলে
হোক সর্ব সমাদৃত।

Advertisement
উৎসAnamika Dutta
পূর্ববর্তী নিবন্ধকে বলেছে ভাল্লাগে না ? -দেবাশীষ সরকার‘এর কবিতা
পরবর্তী নিবন্ধমনে করো -কবি আজাদুর রহমান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে