মানুষ কবে মানুষ হবে! -কবি কোহিনুর আকতার‘এর কবিতা

0
316
nATORE KANTHO

মানুষ কবে মানুষ হবে!

কবি কোহিনুর আকতার

মানুষ কবে মানুষ হবে!
আর কতদিন?
আর কতদূর?
খুব কী দূরে?
মানুষ কবে শুদ্ধ হবে!
ধর্ম বর্ণ ভেদ-ভেদাভেদ ছেড়ে সবাই
‘মানুষ’ হয়ে রইবে কবে?
মানুষ যেদিন মানুষ হবে
পাপ ছাড়াবে নিজের মনের,
স্রষ্টাকে আর সৃষ্টিকে
ঠিক বাসবে ভালো-
ঘুচিয়ে আঁধার জ্বলবে আলো
সবার ঘরে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধতবুও আজ ভালোবাসবো -কবি কাজী জুবেরী মোস্তাক‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে শিল্পী, কবি-সাহিত্যিকদের প্রধানমন্ত্রীর অনুদান চেক বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে