“মানুষ পৃথিবীর কেন্দ্র নয়”-মলয় রায়চৌধুরী’র কবিতা

0
353
মলয় রায়চৌধুরী

“মানুষ পৃথিবীর কেন্দ্র নয়”-মলয় রায়চৌধুরী

সাপকঙ্কাল বাঁশের সাঁকোটা কে আগে পেরোবে
কাঠ-ফড়িঙের কাঁচপাখা নূপুরে অন্ধ
পথপ্রদর্শকের হাত ধরে মিনিটে-মিনিটে পালটেছে প্রতিবিম্ব
.
পাখিডাক-লুকোনো সাইকেল-চেনে পিটিয়ে-মারা যুবক
যে এসেছিল পাহাড় ফাটিয়ে প্রতিধ্বনি বের করে আনবে ভেবে
দুর্গা টুনটুনির ডানা ঝাঁকানো ড্রামকাঠির তালে-তালে ঝরছে
.
কুস্তিরত কাঁকড়াদের ঘোড়া-ঘোঁতঘোতে বালিতীর বরাবর
ছোঁ-নাবা চিলের পরিযায়ী একাকীত্ব গা থেকে ঝেড়ে ফেলে
রোদ-নিকোনো বাতাসে ঝুলে আছে হাইটেনশন দিগন্ত
.
খড়খড়ি-তোলা পাঁচ-ভাঁজ আলোয় পড়ে আছে গোমড়ামুখ লাঙল
এই ভেবে যে সবার ওপরে পোকামাকড় ঘাসপাতাও সত্য

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত
পরবর্তী নিবন্ধভুলতে পারি না – মনির জামানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে