মুখ ধুয়ে নিয়ো
কবি শাহিনা খাতুন
কবিতা তার মতো নাকি সে কবিতার মতো
খুঁজে দেখতে পারো একবার
তিনি কি গানের মতো নাকি সুরই তিনি
মিলিয়ে নিতে পারো একবার।
হয়তো মরে যাবার ইচ্ছেটা বিলীন হয়ে যাবে
বৃদ্ধ বয়সে হেঁটে যেতে পারবে অনেক দুরের পথ
যে পথের দুই ধারে কৃষ্ণচূড়া ফোটে এপ্রিলে
এত এত উঁচু ভবন পেরিয়ে তুমি পৌঁছে যাবে
ধীর পায়ে তোমার প্রেমের দরিদ্র ঘরে।
খাট নেই চেয়ার নেই একখানা বহুপুরোনো শীতলপাটি
তবুও মনে হবে এমন পরান খুলে বসেছি কবে?
বৃষ্টি যায় শীত যায় ঐ একখানা বাহারী চেয়ার
ফাইল পত্তর ভদ্দরনোক চা কফি লেক্সাস বিস্কুট।
অবশেষে এসব জীবন শেষ করে চলে এসো নিজে
একটা কাঠের ভ্যান কিনে নিয়ে যাও ঐ দুর গ্রামে
কে তোমায় চেনে?
শেষ কবে জারিগান পালাগান শুনেছো মনে আছে নাকি?
এখনো পুকুরে আছে বহুদিনের জমা জল
যদি খুব ক্লান্ত লাগে তবে একবার মুখ ধুয়ে নিয়ো।
Advertisement