মেধাবী শিক্ষার্থী সুমাইয়া ডাক্তার হতে চায়!

0
417

স্টাফ রিপোর্টার, নাটোরকন্ঠ
ছোট বেলা থেকেই লেখাপড়ার উপর প্রবল আগ্রহ ছিল মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তারের। এবারের এসএসসি পরীক্ষায় সেই মেধার সেই স্বাক্ষরই রাখল সুমাইয়া। এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেছে। তার এই ফলাফলে তার বাবা মা একদিকে যেমন ভীষণ খুশি তেমনি অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কেননা, মেয়ে ভালো করায় মেয়ের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়া তাদের জন্য অনেক কঠিন কাজ। সুমাইয়া বাড়ীর পাশেই নাটোর সদর উপজেলার আগদীগা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ অর্জন করেছে। এর আগে জেএসসি পরীক্ষাতেও জিপিএ ৫ পেয়েছিল সুমাইয়া। বাবা মাহবুব আলম একজন দিনমজুর এবং মা ফুলজান বেগম গৃহিনী। সুমাইয়ার বড় ভাই অনার্স তৃতীয় বর্ষে লেখা পড়া করছে। এদিকে সুমাইয়া ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
সুমাইয়া জানায়, এতদিন আজিজুল ইসলাম, শাহিন আলম ও মহাসিন ইসলাম স্যারের কাছে বিনাবেতনে প্রাইভেট পড়ে নিজেকে তৈরী করেছে। আনষঙ্গিক বই, খাতা, সহ যাবতীয় সরঞ্জামাদি তারাই সরবরাহ করে দিয়েছে। টিনের চালা ও মাটির বেড়া দিয়ে তৈরী একটিমাত্র ঘরে তারা সবাই মিলে বসবাস করেন। এদিকে তাদের দুই ভাইবোনের লেখাপড়ার খরচ তাদের দরিদ্র বাবা মায়ের পক্ষে বহন করা সম্ভব নয়। এমতাবস্থায় সুমাইয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণে সমাজের সহৃদয়বানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন সুমাইয়া ও তার পরিবার।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগ্রামে প্রবেশের একমাত্র রাস্তা ‘পলক সড়ক’ পাকাকরণের দাবি গ্রামবাসির
পরবর্তী নিবন্ধগুরুদাসপুরে বর্ষার আগেই নৌকার কেনা-বেচার ধুম

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে