মেয়ে তুমি না হও অভিমানী -কবি মাহফুজা আরা পলক‘এর কবিতা

0
483
Mahfuza Polok

মেয়ে তুমি না হও অভিমানী

কবি মাহফুজা আরা পলক

ও মেয়ে
তুমি আষাঢ়ে বাদল ধারায়
ভেজা কেতকীর সাথে এসো
আমি অধরে রাখব তোমারে।
অঝোর বর্ষণে কদম বনে থোকায় থোকায়
পল্লবের মাঝে তুমি ফুটবে হেসে,
আমার মন ভেজাব নিশ্চুপ এসে
তোমার সিক্ত কদমের জলবিন্দু হতে।
নব বরষায় আঁধার আকাশ জুড়ে বিজুরি
যখন ঝুম বৃষ্টির ক্ষণিকের অবসরে
ক্ষণে ক্ষণে চিরল আলোতে হাসবে,
জেনে নিয়ো তুমি মেয়ে,
আমি নিদ্রাহীন ঝড়ো রাতে
জেগে রইব শুধু তোমারই কথা ভেবে।
কৃষ্ণ মেঘের সাথে আড়ি করে
ভূধরে নামবে যখন আমার টানে একাকী,
আমি ও তুমি রচে যাব-
এ ধরায় অমর প্রেমের পুঁথি।
মেয়ে তুমি না হও অভিমানী,
ভরা সরোবরে উতলা জলে
তুমি আসবে বলে
একবুক আশা নিয়ে ভিজে
দমকা হাওয়ায় কেঁপে কেঁপে উঠি,
ও মেয়ে তুমি আজ দেখ চেয়ে
ঘাটে বসা অপেক্ষমাণ আমি।
তুমি নতুন জলের স্রোতে ভেসে
এসে ছুঁয়ে দিয়ে যাও না গো
অতীতের আনাড়ি ভুলের মাশুল শেষে,
মেয়ে তুমি বিরামহীন বৃষ্টির সুরে ঝরে যাও
আমার হৃদয়ের স্পন্দনের তালে তালে,
আরবার এসো নব ধারা জলের স্রোতে মিশে
আনন্দে মেতে মেঘের সারথি হয়ে।

৩০.০৫.২০২১

Advertisement
উৎসMahfuza Polok
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নতুন জেলা প্রশাসক শামীম আহমেদ
পরবর্তী নিবন্ধশামীম আহমেদ নাটোরের নতুন ডিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে