রাগ, মালকোষ -কবি গৌতম চট্টোপাধ্যায়‘এর কবিতা

0
548
Goutam Chattopadhyay

রাগ, মালকোষ

কবি গৌতম চট্টোপাধ্যায়

মস্ত বড় স্বপ্ন ছিল, ছোট্ট উড়ে যাওয়া,
দু’কূল ছাপায় মস্ত নদী, ছোট্ট মত খেয়া
মাঝ দরিয়ায় টলমল, দু’কূল থেকেই ডাক,
ইতস্ততের বেড়াজালে, একটুখানি ফারাক।
দুর্দম জেদ চক্রব্যূহে, একাই অভিমুন্য,
লড়তে গিয়ে হঠাৎ দেখে মস্ত বড় শূন্য!
ছোট্ট মতো বড় হওয়া, মস্ত বড় চাওয়া,
এক ফালি ঘর উপকূলে,একটু দখিন হাওয়া।
ছোট্ট মতো বারান্দাটা’র মস্ত বড় দরজা,
রাত দিন শুধু রাগ মালকোষ, বাদ যায় শুধু তরজা!
পায়ের তলায় পিছল মাটি, সরছে হঠাৎ করে,
শিউলি গাছের তলায় কত, পড়ছে যে ফুল ঝরে!

প্রিয় কবি, বন্ধু, ভাই তরুণ কুমার ইন্দু’র আমন্ত্রণে লেখা প্রথম কবিতা। ধন্যবাদ তরুণকুমার ইন্দু। (সুশান্ত সিং রাজপুত’এর কথা ভেবে লেখা )

Advertisement
উৎসGoutam Chattopadhyay
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে পদ্মায় নৌকাডুবিতে ২ জন নিখোঁজ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ‘করোনা প্রতিরোধ পক্ষ’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে