রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং. আধুনিক মজার হাস্যরস

0
199
Computer-

রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং…।

*বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই চুমকি বউদি আইটি টেকনিক্যাল সাপোর্টকে ফোন করলেন*

বউদি — আমার *হাসব্যান্ড* প্রোগ্রামে প্রবলেম দেখা দিয়েছে।

টেকনিক্যাল সাপোর্ট — কতদিন যাবদ প্রবলেম হচ্ছে?

বউদি– আমি গতবছরেই আমার *বয়ফ্রেন্ড* আপডেট করে *হাসব্যান্ড* ইনস্টল করেছিলাম।

তারপর থেকেই পুরো সিস্টেম স্লো হয়ে গেছে৷ বিশেষ করে *রেস্টুরেন্ট* আর *জুয়েলারি* অ্যাপ্লিকেশন কাজ করাই বন্ধ করে দিয়েছে। অথচ *বয়ফ্রেন্ড* সিস্টেমে এগুলো বেশ ভালো চলতো।

এছাড়া আমার হাসব্যান্ড *রোমান্স* প্রোগ্রাম আনইন্সটল করে দিয়েছে। তার জায়গায় *নিউজ*, *মানি*, *ক্রিকেট*, এইসব ফালতু প্রোগ্রাম ইনস্টল হয়ে গেছে। এখন পুরো ব্যাপারটা আমি কিভাবে আগের মত ঠিকঠাক চালাবো?

টে.সা. — দেখুন ম্যাডাম, *হাসব্যান্ড* ইনস্টল করার পর এইসব প্রবলেম খুব স্বাভাবিক। সবার আগে আপনাকে মনে রাখতে হবে যে, *বয়ফ্রেন্ড* *আসলে একটা এনটারটেন্টমেন্ট ডেমো প্যাকেজ ছিলো*, আর *হাসব্যান্ড হচ্ছে অপারেটিং সিস্টেম*। এটা ঠিক করার জন্য আপনাকে *চোখের জল* প্রোগ্রাম ডাউনলোড করতে হবে।

এটা করলেই *আপনার রেস্টুরেন্ট আর জুয়েলারি অ্যাপ্লিকেশন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে*।

তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, *চোখের জল* খুব বেশি ব্যবহার করলে *হাসব্যান্ড সাইলেন্ট মোডে চলে যাবে*।

*এমনকি পুরো সিস্টেম হ্যাং হয়েও যেতে পারে*।

সুতরাং *হাসব্যান্ড এর অরিজিনাল প্যাকেজকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না*।

এক্ষেত্রে নতুন ভাইরাস *গার্লফ্রেন্ড* ডাউনলোড হয়ে যাবে।

আরও জেনে রাখুন, ভুলেও আর *বয়ফ্রেন্ড* ইন্সটল করার চেষ্টা করবেন না। এটা করলে *আপনার লাইফ অপারেটিং সিস্টেম ক্রাস হয়ে যাবে*।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমাহী তুমি ফিরে আসো.
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে