লালপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

0
313

লালপুর নাটোরকন্ঠ : ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। এছাড়া অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ উমিরুল ইসলাম উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবগণ।
এসময় বক্তারা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন একজন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। তাই শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এছাড়া উক্ত আলোচনা সভায় মৃত্যু নিবন্ধনের ওপরও জোর দেওয়া হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের রাজবাড়ী -কবি সুপ্তি জামান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোর সদর হাসপাতালে ০১ টি হাই ফ্লো নেজার ক্যানুলা হস্তান্তর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে