“লিখতে বসি ভাবনা আসেনা”- বেনজির শিকদারের কবিতা

0
357
শিকদার এনকে

লিখতে বসি ভাবনা আসেনা
বেনজির শিকদার

লিখতে বসি
ভাবনা আসেনা l
তুমি আসো !
পুরো সময়টা জুড়েই বসে থাকো নভোজাগতিক মস্তিষ্কে l
বিকল্প রাস্তা নেই যে এতটুকু এগুতে পারি !
টুকরো টুকরো অনুভুতির সম্মিলনে
সৃষ্টি হয় ‘তুমি’ নামক এক বিশাল জলাশয় l
চিন্তারা থমকে যায় !
আমার শরীর
মন
হৃৎপিণ্ড
এমনকি আমার স্নায়ুরাও যেন কারাবন্দি তোমার বুক জমিনে !
অনুভবের সকল ইচ্ছে নিয়ে
আবারও ধরি কলম l
দেখি
শত শত চন্দ্র দিবস আগে,
পূর্বসূরি মন
মুগ্ধ মৌন বোধ
ভালোবাসা
মায়া, আর
প্রেম
সব হারিয়ে এসেছি
তোমার স্বর্গীয় চোখের তারায় !
তবে কি করে লিখবো বলো ?
কি নিয়ে লিখবো ?
শূন্য আকাশ
ধূসর দিগন্ত
গোধূলির রং
শেষ সীমানা
নদী, পাহাড়, গাছ, ফুল পাখি, অচেনা ঘ্রান
সবকিছুতেই মিশে থাকা তুমি যেন,
এই আমাতে অভিন্ন ভালোবাসার এক অলৌকিক যোগসূত্র !
রহস্য গাঁথা এই ধরার,
কান্নায় সিক্তপ্রায়
খাঁ খাঁ শূন্যতায়
না পাওয়ার গল্পে কিংবা
অজানা কষ্টে- শুধু তুমি, শুধু তুমিই যেন
এই আমাতে সুর আর শব্দের এক নিরালা আনন্দধাম !
তবে কি করে লিখবো বলো ?
যে তুমিটা শুধু উত্‍পাত করো অহর্নিশ
অস্থি মজ্জা ভেঙে রক্তে রক্তে প্লাবন
ঘিলু গুলোকে দুমড়ে মুচড়ে করে দাও এলোমেলো
হৃদয় জুড়ে তোলো অবিরাম তোলপাড় …
বর্ণের পর বর্ণ- আর শব্দের পর শব্দ ভুলে
বারবার সেই তুমিই আসো !
কঠিন ব্যামোর বাড়ন্ত স্বপ্নে উন্মোচিত হৃদপিন্ড
আর সূক্ষ্ণ অনুভূতির ললাটে ভালোবাসা মিশে,
প্রতি-অনুক্ষনে শুধু তুমি, শুধু তুমিই যেন
এই আমাতে দ্বিধা আর বিশ্বাসের এক স্বপ্নিল আরাধনা !
আমি আর লিখিনা…!
কেবলি তোমার— প্রেমের পূজারী হয়ে উঠি !

নিউইয়র্ক থেকে কবি বেনজির শিকদার

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশুভেচ্ছা ও অভিনন্দন
পরবর্তী নিবন্ধ“মানুষ” কবি সুপ্রিয় বন্দোপাধ্যায়ের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে