লুপ্ত ফুলের আঘ্রাণ -কবি জিল্লুর রহমান‘এর কবিতা

0
521
Zillur Rahman

লুপ্ত ফুলের আঘ্রাণ

কবি জিল্লুর রহমান

তুমি যদি মানুষের কথা না বলো
তুমি কেউ নও
নিসর্গের প্রেক্ষাপটে মানুষকে দেখ।
তার বিবর্তন লক্ষ করো।
কিভাবে সে মাথা উঁচু করছে
কী ভাবে সে চকমকি ঠুকছে,পশু তাড়াচ্ছে,
শিকার ধরছে বাঁচবার প্রয়োজনে।
দেখো,চাকা তাকে কোথা থেকে
কোথায় নিয়ে যাচ্ছে
দেয়ালে সে ছবি আঁকছে।হাতে হাত রেখে
বৃত্তাবদ্ধ হয়ে নাচছে।মাঝখানে লাফিয়ে উঠছে
আগুনের শিখা। চারপাশে কালো কালো ছায়া
প্রেতের মতো লাফাচ্ছে।
মানুষ
কান পেতে নদীর কথা শুনছে,
পাখির গান
ভাবছে নদী কোথায় যাবে।
পাখির মতো উড়তে হবে তাকে।
সে জলে নেমে যাচ্ছে
মাছের মতো সাঁতার কাটছে।
মহাজন ও ব্রাত্য।
গামছায় মুড়ি ও পাটিলি গুড়।
হাতুড়ি বাটাল,খুন্তি,লাঙল ও ষাড়।
আর এই দেখ মানুষের সমাজ।
এই দেখ মানুষের দ্বন্দ্ব ও প্রেম।
শিউলি ফুলের পাপড়িতে শিশিরের শরীর।
ক্ষিপ্ত মোষের মতো মানুষের ক্রোধ।
নিশ্বাস- প্রশ্বাসে লাভা।
দেখো শান্তি,দেখ ক্লান্তি দেখো বর্ণ,
দেখো পূর্ণিমা চাঁদের তলে মেঘের সংসার।
তার তলে গুপ্ত হত্যা
লুপ্ত ফুলের আঘ্রাণ।
দেখো সংঘ পাখির মতো ঠিকানাহীনতা।
তুমি যদি এই মানুষের কথা না ভাবো
তবে তুমি মানুষ নও।

Advertisement
উৎসZillur Rahman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে প্রতিবন্ধীদের মাঝে করোনা প্রতিরোধী উপাদান বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোর বাজার হঠাৎ করেই আলু শূণ্য, ক্রেতাদের ক্ষোভ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে