শিক্ষক – ড. শোয়াইব জিবরান

0
335

শিক্ষক – ড. শোয়াইব জিবরান

সিলেবাস ধরে পড়ানো দক্ষ শিক্ষকের কাজ। মহৎ শিক্ষকের কাজ পড়ানো নয়। জাগানো।

সারাজীবনে অসংখ্য শিক্ষক আমাদের পড়িয়েছেন, কিন্তু প্রভাবিত করতে পেরেছেন মাত্র ২/৩ জন। সবাই পড়াতেন। এ ২/৩ জন ক্লাশে কখনও পড়াতেন না। আমাদের মনে আগুন জ্বালাতেন। স্বপ্ন দিতেন গল্পের ভেতর দিয়ে, ইতিহাসের ভেতর দিয়ে, উদহরণের ভেতর দিয়ে। একজনের কথাই বলি। সিলেট এমসি কলেজে আমাদের পড়াতেন ড. সফিউদ্দিন আহমদ স্যার। তিনি পুরো দু’বৎসরে হৈমন্তী গল্প শেষ করতে পারেননি। কিন্তু আমাদের ঘুরিয়ে এনেছিলেন সক্রেটিস, প্লেটো, সফোক্লেস, মাকর্স, বিদ্যাসাগর, ডিরোজিওসহ শত শত মানুষের চিন্তার, লড়াইয়ের জগৎ থেকে। ক্লাশে যেন আগুন জ্বলত। সবাই পদার্থ গণিত রসায়নের ক্লাশ ফেলে তাঁর ক্লাশে এসে জায়গা না পেয়ে পেছনে দাঁড়িয়ে থাকত। আমরা যারা পরে রুটির সমান ভাগের স্বপ্ন দেখেছি, হা হা আগুন বুকে নিয়ে সারা জগতময় ঘুরে বেড়িয়েছি, যা কিছু করেছি তা সে আগুনের উত্তাপে।

সৈয়দ আকরম হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ স্যারদের গল্প অন্যত্র বলেছি, বহুপূর্বেই।

আজকের দিনে তাঁদের প্রণাম করি।

সূত্র- লেখকের ফেসবুক ওয়াল থেকে

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে সাংবাদিক নাঈমুরকে হত্যার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি
পরবর্তী নিবন্ধনাটোরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন পৌর মেয়র

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে