শিরোনামহীন – লিপি চৌধুরীর কবিতা

0
294
লিপি এনকে

শিরোনামহীন – লিপি চৌধুরী

দুরাভাসে অর্জুন কণ্ঠস্বর।এপারে তখন দ্রৌপদী মোহিত সেই মায়াজালে।বন্ধুত্বের অনুরোধ।”যদি বন্ধু হও তবে বাড়াও হাত”, ওপারে বাজে বাঁশি “আয় তবে সহচরী”হতে হাত ধরে বন্ধুত্ব পাহাড় বেয়ে সমতলে,সমতল বেয়ে নামে গভীর খাদে।তারপর লুকোচুরি।তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পারি না।সে নিজেই তখন পাখি।
ফিরে এলো বসন্ত।বসন্তে নারী আগুন।কি ভীষণ তীক্ষ্ণ রূপ যৌবন।চাঁদ উড়ে এসে জুড়ে বসে শরীরে।আদরে মাখিয়ে দেয় জোছনা।শরীরি উচ্ছাসে সর্পিল হোমাগ্নি।আনন্দ যজ্ঞে আত্মাহুতি দেয় প্রেম।অসম অবৈধ সম্পর্ক।একাকীত্বের সাধনায় শিরায় শিরায় কৃষ্ণা একাদশী। পক্ষকালে চাঁদের আশা যাওয়া।ফাগুন আসে।তারপর ঝরাপাতার উড়ে যাওয়া।দিন ফুরায় সূর্য্য এখন মধ্য গগনে।তেজ রশ্মি শুশ্রুষা বিলোয় দুহাত ভোরে।বড় নন্গ্ন এ প্রেম।শুধু দিতেই চাওয়া। এ চাওয়াতে শুধুই মা ভৈ। পিশাচের মুখে নিষ্ঠীবন ছিটিয়ে এগিয়ে চলা।বরাভয় মুদ্রায় দাঁড়িয়ে থাকে অদৃশ্য মুক্তি।হৃদয় এখন হিম শীতল।এবার সে চায় একটু ঘুম।পাহাড় বেয়ে নেমে আসে ঘুম।

লিপি চৌধুরী
কলকাতা

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা এখন সবার ‘আশ্রয়’- এমপি বকুল
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে