শুধু একটা বকুল ফুলের মালা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
692
Shaheena Ronju

শুধু একটা বকুল ফুলের মালা

কবি শাহিনা খাতুন

প্রেম নিয়ে বসে আছি
গভীরতা মেপে দেখিনি
সে শুধু তুমিই জানো
তবুও আড়াল হয়ে আছো
হয়তো পরখ করে নেবে বলে।
অবশ্য পুঙ্খানুপুঙ্খ জেরায়
আমার বরাবর ভয়।
সময় বয়ে গেছে খুব
গোরস্তানের দিকে হাঁটছি
যতই ভুলে যাই ভুল পথে যাই
গোরস্থান আমাকে পথ চিনিয়ে
নিয়ে যাবে ঠিকই
কিচ্ছু নেই ঝুলিতে আমার
শুধু একটা বকুল ফুলের মালা গেঁথেছি
বিশ্বাস কর ভালবেসে গেঁথেছি।

৫/৬/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধপরিবেশ রক্ষায় সচেতনতা কি জরুরী নয়? গোপাল অধিকারী
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে চাল আত্মসাতের অভিযোগে ওএমএস ডিলারের লাইসেন্স বাতিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে