‘শুধু পায়ে’ পরিশোধে! -কবি নাইমুর রহমান‘এর কবিতা

0
139
Naimur Rahman

‘শুধু পায়ে’ পরিশোধে!

কবি নাইমুর রহমান

গাঁয়ের পথ এমনিও ভিজে আছে
পায়ে পায়ে চলা ঋণে; তাই-
দুপুরের কাছেই
ফিরে যেতে হবে।

ডাহুকের ডাক, ডানা ঝাপটানো শব্দ,
রোদের রং, পাতার শরীর
কখনই কথা রাখতে শেখেনি; তাই
তোমারও কোনো দোষ নেই।

অতলান্ত নিরুদ্দেশে ডুবে এবার
সাঁতার দিয়ে হাঁটা শুরু করতে হবে
গায়ের পথ তো এমনিও ভিজে আছে
একসাথে চলা ঋণে!

মায়ার পুরােণে তাই
তোমার নাম খোদাই করে
নির্জন দুপুরগুলোতে
আমি বারবার ফিরে আসবো-
পায়ে পায়ে করা ঋণ
‘শুধু পায়ে’ পরিশোধে!

Advertisement
উৎসNaimur Rahman
পূর্ববর্তী নিবন্ধশিলা মিষ্টি বাড়ী‘তে অভিযান : ৯০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে