শেষ চিঠি
কবি হেমা পাল বর্ধন
সোহাগ,
তোর শোণিত চিনহ বহন করছে
আমার প্রিয় কবিতার বই,
শরীর জুড়ে তোর বৈকালিক ঘ্রাণ!
আসমুদ্রের সমস্ত বিষ আজ করেছি পান
আমার চারপাশ জুড়ে,
তাই নীল শুধু নীল।
তোর ‘খারাপ লাগা’ থমকে দিয়েছে সব,
নতুন সংযোজন ঘুমের ট্যাবলেট।
একটা কবিতা লিখতে গিয়ে দেখি
বাকি মাত্র অর্ধেক খাতা,
কি হবে লিখে আবার ?
শেষ তো সেই বিয়োগান্ত!
কবিতারা থাক শুধু কণ্ঠে,
শুরু হোক কথা দিয়ে ছবি আঁকা,
গোপনেই থাক তোর ছোট্ট ভুল,
মুক্তি পাক আমার নির্বাক শব্দরা ।
ইতি-
অশ্লেষা
Advertisement