শেষ চিঠি -কবি হেমা পাল বর্ধন‘এর কবিতা

0
454
Hema Paul Bardhan

শেষ চিঠি

কবি হেমা পাল বর্ধন

সোহাগ,
তোর শোণিত চিনহ বহন করছে
আমার প্রিয় কবিতার বই,
শরীর জুড়ে তোর বৈকালিক ঘ্রাণ!
আসমুদ্রের সমস্ত বিষ আজ করেছি পান
আমার চারপাশ জুড়ে,
তাই নীল শুধু নীল।
তোর ‘খারাপ লাগা’ থমকে দিয়েছে সব,
নতুন সংযোজন ঘুমের ট্যাবলেট।
একটা কবিতা লিখতে গিয়ে দেখি
বাকি মাত্র অর্ধেক খাতা,
কি হবে লিখে আবার ?
শেষ তো সেই বিয়োগান্ত!
কবিতারা থাক শুধু কণ্ঠে,
শুরু হোক কথা দিয়ে ছবি আঁকা,
গোপনেই থাক তোর ছোট্ট ভুল,
মুক্তি পাক আমার নির্বাক শব্দরা ।
ইতি-
অশ্লেষা

Advertisement
উৎসHema Paul Bardhan
পূর্ববর্তী নিবন্ধব্যতিক্রমী আয়োজনে কবি সরকার আমিনের জন্মদিন পালিত
পরবর্তী নিবন্ধধর্ষণ -কবি রূপম খীসা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে