শ্বেতপদ্ম -কবি নাসরিন খান পাঠানে‘এর কবিতা

0
382
Nasrin Pathan

শ্বেতপদ্ম

কবি নাসরিন খান পাঠান

দীপ জ্বালি,
সম্মুখভাগ আলোকিত হলেও
অন্ধকারাচ্ছন্ন চারপাশ।
কৃষ্ণপক্ষের রাতগুলো কবেই পার হয়েছে
অথচ রাহুর চক্রান্তে নির্বাসনে চাঁদ
নক্ষত্রপথে ধূলিঝড়!
কলপারের ওপাশে কলাবাগ
নিশাচরের ডানা ঝাপটানোর আওয়াজে
ভাঙে বিদগ্ধ রাতের নীরবতা
ভাঙে আরাধ্য ঘুম!
ক্রন্দনমুখো গগন চুপটি মেরে তাকিয়ে
সহানুভূতি চায় প্রকৃতির।
উত্তরীবায়ে উতল উচ্ছল নদী
অবোধ শিশুর মতো কলকলে হাসে
আলোআঁধারে নৃত্যরত সরোবরের শ্বেতপদ্ম,
আমি দিকবালকের ধ্যানভাঙা ডাকে
প্রদীপ হাতে ছুটে যাই দিক হতে ওই দিগন্তরে…

Advertisement
উৎসNasrin Pathan
পূর্ববর্তী নিবন্ধনাটোরে করোনা ভয়ঙ্কর রূপে, রেড জোনের দিকে এগিয়ে, স্বাস্থ্যবিধি মানছেনা কেউ
পরবর্তী নিবন্ধনাটোেরর বড়াইগ্রামে নানার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে