সংগ্রাম করে বাঁচার নামই জীবন -কাজী বদর উদ্দীনের কবিতা

0
520
কাজী বদর উদ্দিন

সংগ্রাম করে বাঁচার নামই জীবন
–কাজী বদর উদ্দীন

সত্যিই চারিদিক আজ বিবিধ বিষে বিষাক্ত-বিবষ!
কালচে-নীল হয়ে গ্যাছে হৃদয়,মন ব্যাথাতুর নিরস।
করোনা-কালে দুঃসংবাদের প্রাবাল্য,মৃত্যূর নগ্নতা–
অনিশ্ঢিত বদ্ধ জীবনধারা মায়াহীন নিষ্করুন নিষ্ঠুরতা!
ঘনিষ্ঠ জনের জানাজায় করোনা ভয়ে গরহাজির স্বজন,
সহকর্মীর মৃত্যূ-সংবাদ মরনদোলায় কাঁপিয়ে দ্যায় মন।
করোনাতংকে পিতাপুত্র মাতাকে রেখে আসে বনের মাঝে,
কী মর্মন্তুদ নির্মম-কাল!ধরা আজ উপনীত অন্তিম সাঁঝে।
কবিগন আজ রোমান্টিক-সুখের কবিতায় অনুপস্হিত,
ত্রানচোরেরা ক্ষুধার্তের সরকারী-ত্রান চুরিতে নিত্য-উপস্হিত!
তারপরও ভিখারী নাজিমুদ্দীন চাচার সব সঞ্চয় দান
উন্নীত করেছে এ বিষমকালে মনু-মানবিকতার মান।
একালেও দু’একটা স্বপ্নীল সংবাদ ঝিলিক দ্যায় আশার
আপদকালে সম্মিলিত সংগ্রাম প্রেরণা যোগায় বাঁচার।।

বরগুনা। দুপুর 14:19 টা। 26/04/2020

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপায়ে হেঁটে ঢাকার পথে শত শত মানুষ
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার খাদ্যসামগ্রী বিতরণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে