সংবাদ প্রকাশের পর সিংড়ায় সড়ক সংস্কার বন্ধ, তদন্তে কমিটি গঠন

0
326

নাটোরকণ্ঠ সিংড়া : সিংড়ার চৌগ্রাম-কালীগঞ্জ সড়ক সংস্কারে অনিয়ম’ শিরোনামে ২০ এপ্রিল নাটোরের জনপ্রিয় অনলাইন পোর্টাল নাটোর কণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদটি সংশ্লিষ্ট অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।

পরে ফেসবুকে সিংড়ার উল্লিখিত সড়ক সংস্কারে অনিয়মের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এবং সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বুধবার দুই কোটি ২৭ লাখ টাকার চৌগ্রাম-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজে রাবিশ ও আবর্জনা ব্যবহার তদন্তে আসেন রাজশাহীর তত্ত্বাবধায়ক নির্বাহী প্রকৌশলী তদন্ত কর্মকর্তা নুহুল ইসলাম। সড়কে ব্যবহৃত খোয়া সংগ্রহ করে নিয়ে যান তিনি।

সিংড়া উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী জানান, কাজ প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে। আর এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে ধানকাটা শ্রমিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ ডিসির
পরবর্তী নিবন্ধএক হাজার ৫শ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে