সামাজিক দূরত্ব -কবি সুপ্তি জামান‘এর কবিতা

0
314
Shupti Jaman

সামাজিক দূরত্ব

কবি সুপ্তি জামান

পেটে ভাত নাই,
হাতে কাজ নাই,
মাথা গোঁজার ঠাঁই নাই
মনের কথা বলার কোন দোসর নাই।
সবাই বলে দূর দূর দূর রহ মুসাফির;
ধারে কাছে জঙ্গল নাই
এমন কি একটা নদীও নাই;
তাই দেয়ালে ঠেকিয়ে পিঠ
হাতের আগলে রেখে মুখ
আমি মজদুর
মনের দুঃখে একলা কথা কই।
এই নিদাঘ দুপুরে কত কথা আজ মোর মনে পড়ে
একদা মহল্লা জুড়ে কোলাহল ছিল
উপচে পড়া ভির ছিল রাস্তায়
ট্রাফিক জ্যাম ছিল
কালো ধোয়ার জ্বালা ছিল
আমার একজন ভালোবাসার মানুষ ছিল
এখনও সবই আছে কেবল অতীত স্মৃতি হয়ে।

Advertisement
উৎসShupti Jaman
পূর্ববর্তী নিবন্ধনাটোরে কর্মহীন মানুষের মধ্যে এমপি শিমুলের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় গোপনে চারটি পুকুর ইজারার অভিযোগ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে