ড্রেনেজ ব্যবস্থার দাবি স্থানীয়দের
জলাবদ্ধতার শিকার ৩০ টি পরিবার
সিংড়া, নাটোর কণ্ঠ: নাটোরের সিংড়া উপজেলার ৯ নং তাজপুর ইউনিয়নের নওগাঁ বাজার। একটু বৃষ্টি হলেই বাজারে পানি জমে যায়। ১ দিনের বৃষ্টিতে ৭ দিন পানি জমে থাকে। এমন জলাবদ্ধতার শিকার তেমুখনওগাঁ বাজারের ৩০ টি পরিবার এবং দুর্গামন্দির।
এবছর দুর্গাপূজা উদযাপন নিয়ে শঙ্কায় রয়েছে মন্দির কমিটিসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। এজন্য মন্দির কমিটি, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারন দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছে।
স্থানীয় বাসিন্দা সাবেক ইউপি সদস্য বাচ্চু গোবিন্দ সাহা জানান, আমার জন্মের পর থেকে এখানে পুজা হয়ে আসছে। অপরিকল্পিত বাড়ি ঘর হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেন না করলে এবার পুজা বন্ধ হবার পথে রয়েছে।
এ বিষয়ে স্থানীয় মন্দির কমিটির সভাপতি গোপেন্দ্রনাথ সাহা বলেন, কিছু দিন পর দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। একটু বৃষ্টি হলেই মন্দিরে পানি ঢুকে যায়। এলাকার মানুষদের হাঁটু পানিতে যাতায়াত করতে হয়।
বাজার কমিটির সাধারন সম্পাদক মজিদুল হক মুকুল বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা দরকার।
এজন্য তিনি প্রতিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি কামনা করেন।
এবিষয়ে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের সুদৃষ্টি কামনা করেছেন।